হাসপাতাল ছেড়েছেন মুস্তাফিজ

 

মাথাভাঙ্গা মনিটর: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুস্তাফিজুর রহমান। উঠেছেন লন্ডনে তাকে আতিথ্য দেয়া এজিএম সাব্বিরের বাসায়। গতকাল শনিবার স্থানীয় সময় সকালে মুস্তাফিজকে দেখার পর তাকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। ক্রমওয়েল হাসপাতালে ওয়ালেস মুস্তাফিজকে দেখার সময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মুস্তাফিজের সবকিছু ঠিক আছে জানিয়েছেন ওয়ালেস। তবে মুস্তাফিজের দেশে ফিরতে আরও অন্তত ছয় দিন লাগবে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বেশ ফুরফুরে মেজাজে দেখাচ্ছিলো মুস্তাফিজকে। গতকাল হাতে যে ব্যথাটা ছিলো, সেটা চলে গেছে।

হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না মুস্তাফিজের। দেবাশীষ জানান, আগামী বুধবার স্থানীয় সময় দুপর ১২টায় মুস্তাফিজকে ওয়ালেস আবার দেখবেন। এবার অবশ্য মুস্তাফিজকে যেতে হবে ওয়ালেসের ক্লিনিক ফার্টিয়াসে। ওয়ালেস প্রথমবার তরুণ এই পেসারকে এই ক্লিনিকেই দেখেছিলেন। অস্ত্রোপচারের পর দু রাত হাসপাতালে ছিলেন মুস্তাফিজ। তার সাথে ছিলেন লন্ডনে তার বন্ধু ফারুক হোসেন।