হাসপাতালেই আছেন মুস্তাফিজ

মাথাভাঙ্গা মনিটর: লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে গতকাল সফল অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল ছাড়ার কথা ছিলো মুস্তাফিজুর রহমানের। কিন্তু অস্ত্রোপচারের পর ব্যথা যতোটা কমার কথা ছিলো, সেটি না কমায় আরও এক দিন হাসপাতালে থাকতে হচ্ছে বাংলাদেশ দলের বাঁহাতি পেসারকে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় আজ সকালে মুস্তাফিজকে পর্যবেক্ষণ করেছেন শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস। প্রত্যাশা অনুযায়ী ব্যথা না কমায় দুপুরের পর চিকিৎসক তাকে আরেকবার দেখেন। তখনো ব্যথা না কমায় হাসপাতালেই থেকে গেছেন মুস্তাফিজ। তিনি ছাড়পত্র পাবেন কি-না, চিকি​ৎ​সক ওয়ালেস চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সকালে তার অবস্থা দেখার পর। তবে লন্ডনে অবস্থানরত বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ব্যথাটা অস্বাভাবিক কিছু নয়। এটা সার্জিক্যাল ব্যথা। ঝুঁকি নিতে চাইনি বলেই হাসপাতালে থেকে যাওয়া। যেহেতু হাসপাতাল থেকে ছাড়া পাননি, এখনো নির্ধারিত হয়নি মুস্তাফিজের দেশে ফেরার তারিখ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও অন্তত তিন-চার দিন তাকে থাকতে হবে লন্ডনে। এ সময়ে তাকে নিয়মিত দেখা করতে হবে চিকিৎসকের সাথে। চিকিৎ​সক ওয়ালেসের চূড়ান্ত পর্যবেক্ষণ শেষে জানা যাবে মুস্তাফিজের দেশে ফেরার তারিখ।