হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে ইংল্যান্ডের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: গত বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে পর্তুগালের মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারায় ইউরোর অন্যতম ফেবারিট দল ইংলিশরা। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পর্তুগালকে আতিথ্য দিয়েছে ইংল্যান্ড। তবে চেনা মাঠে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ করতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই ইংলিশ তারকাদের রুখে দেয়ার চেষ্টা করে পর্তুগিজরা। রুখতে গিয়ে ম্যাচের ৩৫ মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান পর্তুগালের ডিফেন্ডার ব্রুনো এদুয়ার্দো। ম্যাচের বাকিটা সময় দশজনের দল নিয়েই ইংলিশদের আক্রমণকে প্রতিহত করতে হয়েছে সফরকারীদের। বিশ্রাম শেষে মাঠে ফিরে গোলের জন্য মরিয়া ছিল ইংল্যান্ড। কিন্তু আক্রমণে এগিয়ে থাকলেও গোলের খেলা ফুটবলে কাজের কাজ করতে পারেনি দলটি। আক্রমণে গতি আনতে ম্যাচের ৭৭ মিনিটে দলীয় অধিনায়ক ওয়েন রুনিকে তুলে লিভারপুল তারকা অ্যাডাম লালনাকে মাঠে নামান কোচ রয় হজসন। চেনা দর্শকদের সামনে গোলশূন্যভাবেই নিষ্পত্তি হতে যাচ্ছিলো ম্যাচটি। তবে ম্যাচের ৮৬ মিনিটে এই অচলায়তন ভাঙেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ক্রিস স্মালিং। দলের জয়সূচক এ গোলে স্মালিংকে সহায়তা করেন রহিম স্টারলিং। বাকি সময় আর গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জেমি ভার্ডি ও হ্যারিকেনরা।