হকির ব্যর্থতায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার: ফুটবলের মতো হকির ব্যর্থতার জন্যও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এশিয়া কাপ হকিতে ব্যর্থতার জন্য গতকাল মঙ্গলবার তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তদন্ত কমিটির সভাপতি বিকেএসপির কোচ কাউসার আলী। বাকি দুই সদস্য ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশিদ। কমিটিকে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে আগামী রোববারের মধ্যে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে হকি দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম এশিয়া কাপে দলের পারফরম্যান্সের প্রতিবেদন জমা দিয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, কোচের প্রতিবেদন হাতে পেলেও এখনও তা খুলে দেখা হয়নি। ফেডারেশনের আগামী নির্বাহী কমিটির সভায় এ প্রতিবেদন খুলে দেখা হবে। আট দলের এশিয়া কাপে বাংলাদেশ সপ্তম হয়েছে। ষষ্ঠ হতে পারলে আগামী এশিয়া কাপে সরাসরি অংশ নেয়ার সুযোগ পেতো তারা।