স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: আসন্নব্রাজিল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন স্পেন দলের কোচ ভিনসেন্ত দেলবস্ক। শিরোপা ধরে রাখার মিশনে ৩০ সদস্যের এ দলে জায়গা পেয়েছেন জন্ম সূত্রেব্রাজিলিয়ান দিয়েগো কস্তা। ক্লাবের হয়ে ভালো পারফর্ম করেও দলেজায়গা পেলেন না রিয়াল তারকা ইস্কো। অপর দিকে অনেকটা অনুজ্জুল চেলসিরফার্নান্দো তোরেস দলে জায়গা ধরে রেখেছেন।

দেল বস্কের এ দলে জায়গা পেয়েছেন তরুণ তারকা অ্যান্ডর ইতুরাস্পে (অ্যাথলেটিক বিলবাও) ও ড্যানিয়েল কারভাজাল (রিয়াল মাদ্রিদ)।রিয়ালমাদ্রিদের হয়ে অধিকাংশ ম্যাচে জায়গা না হলেও দলে আছেন গত বিশ্বকাপ জয়ীঅধিনায়ক ইকার ক্যাসিয়াস। গুরুতর চোট নিয়ে ভিক্টর ভালদেস আগেই টুর্নামেন্টথেকে আগেই ছিটকে পড়েছেন।অবশ্য কয়েকটি ট্রেনিং সেশন শেষে আগামী ২৫ মে সাতজনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন দেল বস্ক।স্পেন বিশ্বকাপ দল: গোলরক্ষক- ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), পেপে রেইনা (নাপোলি), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)।ডিফেন্ডার-সেজার আজপিলিকুয়েটা (চেলসি), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জর্ডি আলবা (বার্সেলোনা), আলবের্তো মোরেনো (সেভিয়া), জাভি মার্টিনেজ (বায়ার্ন মিউনিখ), রাউল আলবিওল (নাপোলি), হুয়ানফ্রান তোরেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), দানি কারাভাহাল (রিয়াল মাদ্রিদ)।মিডফিল্ডার-সার্জিও বুসকেটস (বার্সেলোনা), জাবি আলোনসো (রিয়াল মাদ্রিদ), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আন্দের ইতুরাসপে (অ্যাথলেটিক বিলবাও), জাভিহার্নান্দেজ (বার্সেলোনা), থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ), পেদ্রোরদ্রিগেজ (বার্সেলোনা), হেসুস নাভাস (ম্যানচেস্টার সিটি), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), সেস্ক ফ্যাব্রিগাস (বার্সেলোনা), হুয়ান মাতা (ইউনাইটেড), সান্তিকাজোরলা (আর্সেনাল), আন্দ্রেস ইনিয়াস্তা (বার্সেলোনা)।ফরোয়ার্ড-ডিয়েগো কস্তা (অ্যাটলেটিকো), ডেভিড ভিয়া (অ্যাটলেটিকো), ফার্নেন্দো তোরেস (চেলসি), আলভারো নেগ্রেদো (ম্যানচেস্টার সিটি), ফার্নেন্দো লরেন্তে (জুভেন্টাস)।