স্কলারির পছন্দে সায় মার্কোসের

মাথাভাঙ্গা মনিটর:লুই ফেলিপে স্কলারির বিশ্বকাপ দলে হুলিও সিজারেরজায়গা নিশ্চিত। স্কলারি সম্ভাব্য যে চারজন অধিনায়কের কথা বলেছেন, তার মধ্যেআছেন এ গোলরক্ষক। ব্রাজিল কোচের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেকগোলরক্ষক মার্কোস।কিছু মানুষ মনে করছে, অনেক দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা এবং তারমেজর লিগ সকারে (এমএলএস) চলে যাওয়ার বিষয়টি কোচ আমলে নেবেন। কিন্তু মার্কোস স্পষ্টকরেই বলে দিলেন, ইন্টার মিলান ও ফ্ল্যামেঙ্গোর সাবেক গোলরক্ষকের ওপর আস্থা আছেতার।হুলিও ব্রাজিলের জার্সি পড়ে অভ্যস্ত এবং সম্ভবত এ কারণেই ফেলিপাও (স্কলারি) তার ওপর আস্থা রেখেছে।সিজারের বিশ্বকাপের দলে থাকাটা বাস্তবিকঅর্থেই ঠিক সিদ্ধান্ত বলে মনে করেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা গোলরক্ষকমার্কোস।এ বছরের ফেব্রুয়ারিতে এমএলএসের ক্লাব টরন্টোতে যোগ দেয়া ৩৪ বছরবয়সী সিজার জাতীয় দলে জায়গা হারান ২০১০ বিশ্বকাপের পর। কার্লোস দুঙ্গার জায়গায় মানোমেনেজেস দায়িত্ব নেয়ার পর তার ওপর আস্থা রাখেননি।তবে মেনেজেসের জায়গায়স্কলারি ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর দলে ফেরেন সিজার। গত বছর কনফেডারেশন্স কাপেঅসাধারণ খেলেছেন তিনি।সিজার ছাড়া স্কলারির ২৩ সদস্যের বিশ্বকাপ দলে থাকতেপারেন বোটাফোগোর জেফারসন, আতলেতিকো মিনেইরোর ভিক্তর বা ফ্লুমিনেন্সের দিয়েগোকাভালিয়েরি। গত বুধবার ব্রাজিলের ২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচস্কলারি।