সেই পতাকা দেখতে মাগুরা যাচ্ছেন জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ফুটবলে জার্মানির সমর্থক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানাতে মাগুরা যাচ্ছেন বাংলাদেশে জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের এই কৃষক বিশ্বকাপ শুরুর সময়জার্মান দলের সমর্থনে জমি বিক্রি করে সাড়ে তিন হাজার গজের এক বিশাল পতাকাবানিয়েছেন।মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেকজানান, আমজাদকে শুভেচ্ছা জানাতে আজ শনিবার জার্মান দূতাবাসের শার্জ ডিঅ্যাফেয়ার্স ফের্ডিনান্ড ফন ভাইয়ের মাগুরা সফরের বিষয়টি মৌখিকভাবেনিশ্চিত করা হয়েছে।তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমজাদের বানানো সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকাটি দেখবেন।

জার্মানফুটবল দলের ভক্ত আমজাদের নিজ খরচে বানানো সুবিশাল ওই পতাকা আজ শনিবার জার্মানকূটনীতিকের উপস্থিতিতে জেলা স্টেডিয়ামে প্রদর্শন করা হবে।বিশ্বকাপ শুরুর আগে নিজের জমি বিক্রি করে দেড় লাখেরও বেশি টাকা খরচ করে জার্মানির পতাকা বানান কৃষক আমজাদ হোসেন।এ নিয়ে গত ১২ জুন দেশের বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে জার্মান দূতাবাসের।আমজাদ হোসেন জানান, তিনি আগে থেকেই জার্মান ফুটবল দলের খেলা পছন্দ করেন।তবেতার জার্মানির প্রতি এ অনুরাগের মূল ব্যাখ্যায় বলেছেন, ১৯৮৭ সালেদুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেওতিনি কোনো সুফল পাননি। অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়েওঠেন। তারপর থেকেই জার্মানির প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি।