সুজন ও তাসনিমকে ১০ বছর নিষিদ্ধ করলো বিসিবি

স্টাফ রিপোর্টার: গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, তাই বলে ৪ বলে ৯২ রান! হ্যাঁ, দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এমন অঘটন ঘটিয়ে ১০ বছরের নিষিদ্ধ হলেন লালমাটিয়ার বোলার সুজন মাহমুদ। সঙ্গে তার ক্লাবও নিষিদ্ধ হলো আজীবনের জন্য। গত ১১ এপ্রিল সিটি ক্লাব মাঠে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে সুজনের দেয়া ৪ বলে ৯২ রান নিয়ে বিশ্ব ক্রিকেটেই শুরু হয় তোলপাড়। একই লিগে তার একদিন আগে ফিয়ার ফাইটার্স ক্লাবের তাসনিম নামে আরেক বোলার দেন ৭ বলে ৬৪ রান। সুজনের মতো তাকেও ১০ বছরের জন্য এবং তার ক্লাবকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দুই বোলার- সুজন ও তাসনিম ১০ বছরের জন্য নিষিদ্ধ। এ ছাড়া দল দুটির অধিনায়ক, ম্যানেজার ও কোচকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আজীবন নিষিদ্ধ করা হয়েছে লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স ক্লাবকে। একই সাথে শাস্তি পাচ্ছেন আম্পায়াররাও। ঠিকভাবে খেলা পরিচালনা করতে না পারায় তাদেরকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।