সিলেট মুগ্ধতা সাকিবেরও

স্টাফ রিপোর্টার: রাত তখন আটটা বেজে গেছে। তখনও সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টারের বাইরে কয়েক হাজার মানুষের লম্বা ভিড়। মনে হতে পারে, এ বুঝি বিশ্বকাপের টিকেট কেনার লাইন। না, বিশ্বাস করুন আর নাই করুন গতকাল রাতে এ লম্বা লাইন ধরে সিলেটবাসী ঠাণ্ডা উপেক্ষা করেও দাঁড়িয়ে রইলেন বিজয় দিবস টি-টোয়েন্টির আজকের খেলা দেখার জন্য! এমনিতেই সিলেটের নয়ন জোড়ানো প্রাকৃতিক দৃশ্য, তার ওপর সুন্দর নতুন স্টেডিয়াম মুগ্ধ করে রেখেছে ক্রিকেটার ও বাইরে থেকে আসা সব অতিথিদের। তবে মুগ্ধতার সবচেয়ে বড় অংশ দখল করে নিচ্ছেন এ ক্রিকেটপাগল দর্শকরা। রাজনৈতিক অনিশ্চয়তা, শীত উপেক্ষা করেও মানুষের এ যে উন্মাদনা তাতে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারও মুগ্ধতা প্রকাশ না করে পারলেন না।

গতকাল বিজয় দিবস টি-টোয়েন্টির কোনো খেলা ছিলো না। তাই সাংবাদিকদের অনুরোধেই টিম হোটেলে কথা বললেন সাকিব। আর সে কথারও সিংগহভাগ জুড়ে রইল মুগ্ধতা। মুশফিক, তামিমের সুরেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বললেন, সিলেট চমত্কার জায়গা। নতুন এ মাঠটা খুবই সুন্দর। পিচ, আউটফিল্ডও ভালো। আর দর্শকদের কথাতো সম্পূর্ণ আলাদা। ঘরোয়া ম্যাচেও এত দর্শক, এতো উচ্ছ্বাস সত্যি অভিভূত হওয়ার মতো। শুধু সিলেট নিয়ে মুগ্ধতা নয়, সাকিব কাল সংবাদ সম্মেলনে ছিলেন ইতিবাচকতার প্রতিশব্দ। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তিনি বললেন, গত ৫ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে। বড় বড় দলের সাথে আমরা জিততে শুরু করেছি। এ ধারা অব্যাহত রাখতে হবে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় মুশফিকের আবাহনী মুখোমুখি হবে সাকিবের প্রাইম ব্যাংকের। আর দিনের দ্বিতীয় খেলায় বিকাল সাড়ে ৪টায় মাশরাফির মোহামেডান খেলবে তামিমের ইউসিবি-বিসিবির বিরুদ্ধে।