সতীর্থ এনরিকে এখন মেসির কোচ

মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসির উত্থানপর্বের গল্প শোনা হয়েছে বহুবারই। তবে হয়তো জানা নেই,আর্জেন্টিনা অধিনায়কের বেড়ে ওঠার পেছনে অবদান রয়েছে বার্সেলোনার বর্তমানকোচ লুইস এনরিকেরও। এ তথ্য জানিয়েছেন মেসি নিজেই।সম্প্রতি বার্সার ওয়েবসাইটে মেসির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মেসি বলছেন,সতীর্থ থাকার সময় বর্তমান গুরুর সহায়তার কথা।

২০০৩-০৪মরসুমে পোর্তোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে বার্সা কোচ ফ্রাঙ্ক রাইকার্ড‘বি’ দল থেকে এক তরুণকে বেছে নিয়েছিলেন। নাম তার লিওনেল মেসি। তখন প্রধানদলে নিয়মিত খেলেন এনরিকে। খেলোয়াড়ি জীবনে ওটাই ছিলো বার্সায় এনরিকের শেষমরসুম। ম্যাচ চলাকালে একপর্যায়ে মেসিকে ডিফেন্স চেরা পাস দিয়েছিলেন এনরিকে।দারুণ এক চেষ্টা চালিয়েও গোল করতে পারেননি কিশোর মেসি। ওই ম্যাচে মেসিরমতো খেলেছিলেন আরও তিন নতুন খেলোয়াড়।পরে তরুণ মেসি বার্সা টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে সে ম্যাচমরণ করেছিলেন এভাবে, ‘দলে লুইস এনরিকে,জাভি (হার্নান্দেজ), (রাফায়েল)মার্কেজের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিলো। পরবর্তী সময়ে এ ধরনের অভিজ্ঞ খেলোয়াড়দেরসাথে খেলাটা অসাধারণ। তারা সবাই দলকে সহায়তা করেছে,বিশেষ করে গাবরি (গার্সিয়া),এনরিকের মতো অভিজ্ঞরা। যখন প্রথম বার্সার প্রধান দলে সুযোগপেলাম তখন যে ক’জন আমাকে ভীষণ সহায়তা করেছেন,তার মধ্যে লুইস এনরিকেঅন্যতম।’ ভিডিওটি অবশ্য অনেক আগের। এনরিকে কোচ হওয়ার পর অতিসম্প্রতিবার্সার ওয়েবসাইট পোস্ট করা হয়েছে এটি।