শেষ বলের উত্তেজনায় ২ রানে হারলো ভারত

মাথাভাঙ্গা মনিটর: শেষ বলে দরকার ৪ রান। স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি। ফল কী হতে পারে? ক্যারিয়ারজুড়ে ‘ফিনিশার’ হিসেবে যে সুনাম অর্জন করেছেন ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক, তাতে এবারও হয়তো ভারতেরই জয় দেখছিলেন অনেকে। কিন্তু এবার আর পারলেন না ধোনি। নেভিল মাদজিভার বলে নিতে পারলেন মাত্র ১ রান। জিম্বাবুয়ের সাথে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে হেরে গেল ভারত।

ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই পরে ব্যাট করে জয়। তা-ও কী অনায়াসে! তিন ম্যাচ মিলিয়ে ভারতের উইকেট পড়েছে মাত্র তিনটি। সে জন্যই কি-না, টি-টোয়েন্টিতে আজ টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন ধোনি। কিন্তু শুরু থেকেই পড়লেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের তোপের মুখে। চামু চিবাবা ও হ্যামিল্টন মাসাকাদজা উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দিলেন, সেটিকে টেনে নিয়ে গেলেন সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। চারজনই রান করেছেন ২০’র ঘরে। তবে এই চারজন নন, জিম্বাবুয়ের ১৭০ রানের ইনিংসে নায়ক এল্টন চিগুম্বুরা। ২৬ বলে ৫৪ রান করেছেন তিনি, যাতে ছক্কাই ৭টি!

জবাব দিতে নেমে প্রথম বলেই ধাক্কা খেলো ভারত। আউট হয়ে গেছেন অভিষিক্ত লোকেশ রাহুল। সেঞ্চুরি দিয়ে ওয়ানডে অভিষেক রাঙানো রাহুল টি-টোয়েন্টি অভিষেকে পেলেন ‘গোল্ডেন ডাক’। এরপরের সব ব্যাটসম্যানই শুরু করেছিলেন, কিন্তু মানদীপ সিং (৩১) ও মনিষ পান্ডে (৪৮) ছাড়া কেউই সেটি টেনে নিতে পারেননি। দুই থেকে সাতের মধ্যে এ দুজন ছাড়া বাকি সবারই রান দশ থেকে বিশের ঘরে। এরই খেসারত দিতে হলো ম্যাচ হেরে। শেষ পর্যন্ত ১৬৮ রানে থেমেছে ভারতের ইনিংস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ জুন, হারারেতে।