শেষ দল হিসেবে বিশ্বকাপে উরুগুয়ে

মাথাভাঙ্গা মনিটর: শেষ দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের টিকেট পেয়েছে উরুগুয়ে। গত বুধবার নিজেদের মাঠে জর্ডানের সাথে গোলশূন্য ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে ব্রাজিল যাত্রা নিশ্চিত করেছে দুবারের চ্যাম্পিয়নরা। আর এর মধ্যদিয়েই শেষে হয়েছে বাছাইপর্ব। জর্ডানকে তাদের মাটিতেই ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপ একরকম নিশ্চিত করে রেখেছিলো অস্কার তাবারেসের শিষ্যরা। গত বুধবার মন্তেভিদিওতে চমক কেবল উরুগুয়েকে অতিথিদের রুখে দেয়া। ম্যাচ শেষে তাই কিছুটা সান্ত্বনা পেতে পারে এশিয়ার বাছাইপর্বে পঞ্চম হওয়া দেশটি। বিশ্বকাপে ওঠার জন্য বাছাইপর্ব ও প্লে-অফ মিলিয়ে মোট ১৮টি ম্যাচ খেলতে হলো উরুগুয়েকে। ম্যাচ শেষে স্ট্রাইকার এদিনসন কাভানি তাই সাংবাদিকদের বললেন, আমরা সবাই খুশি কারণ এটা ছিলো একটা কঠিন পথ। তবে আমরা তা উপভোগও করেছি। ম্যাচে জেতার তেমন চেষ্টা না করে রক্ষণভাগ সামলানোটাকেই উত্তম বলে মনে করেছে জর্ডানের ফুটবলাররা। গত বিশ্বকাপে মূল পর্বে দুর্দান্ত খেলে সেমিফাইনালেও উঠেছিলো। শুধু গত বিশ্বকাপেই বা কেন, ২০০২ ও ২০০৬ সালেও প্লে-অফ খেলতে হয়েছিল উরুগুয়েকে। ২০০২ সালে সফল হলেও, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।