শুভাগতর অলরাউন্ড নৈপুণ্যের পরও পিছিয়ে বাংলাদেশ এ দল

স্টাফ রিপোর্টার: টেস্ট দলে জায়গা হারানো শুভাগত হোম চৌধুরীর অলরাউন্ড নৈপুণ্যের পরও কর্নাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। গতকাল মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে ২০১৪-১৫ মরসুমে ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান। বাংলাদেশের চেয়ে ৫ রানে এগিয়ে রয়েছে দলটি। ৫৫ রানে অপরাজিত আছেন শিশির ভাবানে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত জগদিশ সুচিত অপরাজিত ১৪ রানে। মায়াঙ্ক আগারওয়ালকে বোল্ড করে অতিথি দলকে প্রথম সাফল্য এনে দেন সাকলাইন সজীব। ৪৮ রানে তিন উইকেট নেয়া বাঁহাতি এ স্পিনার বিদায় করেন রবিন উথাপ্পা ও চিদাম্বরাম গৌতমকে। এ দু ব্যাটসম্যান দু অঙ্কেই পৌঁছাতে পারেননি। ২৯ রানে তিন উইকেট নেয়া অফ স্পিনার শুভাগতর শিকার রবিকুমার সমর্থ, অভিষেক রেড্ডি ও শ্রেয়াস গোপাল। এর আগে মহিশুরের শ্রীকান্তদত্ত নরসিমহা রাজা ওয়াদেয়ার মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দেড় সেশনেরও কম সময়ে ১৫৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে দু অঙ্কে পৌঁছান কেবল লিটন দাস। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান তিন নম্বরে নেমে খেলেন ৫০ বলে ৫০ রানের ভালো একটি ইনিংস। শূন্য রানে ফেরেন রনি তালুকদার ও সৌম্য সরকার। অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ১ রানে। নাসির হোসেন ৮ ও এনামুল হক ৫ রানের বেশি করতে পারেননি। ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া বাংলাদেশ দেড়শ’ পার হয় শুভাগতর দৃঢ়তায়। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৫৫ রান করেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ৬৫ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও একটি ছক্কায়। লিটন-শুভাগত ছাড়া দু অঙ্কে পৌঁছান কেবল সজীব (অপরাজিত ১৫)। অভিষিক্ত পেসার প্রসিধ কৃষ্ণ ৪৯ রানে ৫ উইকেট নিয়ে কর্নাটকের সেরা বোলার। এছাড়া উদিত প্যাটেল ২ উইকেট নেন ১১ রানে।