শিরোপা জিতেই বিদায় বললেন লাম

মাথাভাঙ্গা মনিটর: জার্মানিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ফিলিপ লামআন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায় নেয়ার জন্য এটাকেইসঠিক সময় মনে হয়েছে বলে উল্লেখ করেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার।গতকাল শুক্রবার জার্মানির ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে লামের অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করে।স্কাইস্পোর্টসের ডয়েচল্যান্ডস টুইটার ফিডে ৩০ বছর বয়সী লাম লেখেন, আমার জন্যএটাই সঠিক সময়। জাতীয় দলে আমি আমার সময়টা পুরোপুরি উপভোগ করেছি।জার্মানিরফুটবল ফেডারেশনের প্রধান ভলফগাং নিয়ের্সবাখ লামের বিদায়ের খবর দিতে গিয়েবলেন, ফিলিপ আজ (শুক্রবার) সকালে আমাকে ফোন দিয়ে ব্যক্তিগতভাবে খবরটা দিলো।কথোপকথনের সময় আমি খুব দ্রুতই বুঝে যাই যে, তার মন পরিবর্তন করতে যাওয়াটাবৃথা।লামকে ফেরাতে না পারলেও জার্মানি দলে তার অবদানের জন্য বিশ্বকাপজয়ী অধিনায়ককে ধন্যবাদ জানান নিয়ের্সবাখ।

জার্মানির হয়ে খেলা ১১৩টি ম্যাচের শেষটি লাম খেললেন ব্রাজিল বিশ্বকাপেরফাইনালে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানো এ ম্যাচটি নিঃসন্দেহে তারক্যারিয়ারের সেরা।জার্মানির ক্যারিয়ারে ইতি টেনে দিলেও বায়ার্ন মিউনিখের হয়ে খেলে যাবেন বলে জানান লাম।বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগেও বিশ্বকাপ জয়কে দেখছেন লামের সবচেয়ে বড় অর্জন হিসেবে।ক্যারিয়ারেরচূড়ায় থেকে বিশ্বকাপ জয়, এর চেয়ে ভালো বিদায় আর হতে পারে না। কিন্তু জাতীয়দলের জন্য লামের মতো একজন খেলোয়াড়,অধিনায়ক আর মানুষের বিকল্প পাওয়া সহজহবে না।