শিরোপা জিতবে পুনে : ভারতে তোলপাড়!

 

মাথাভাঙ্গা মনিটর: আইপিএলের ১০ম আসর শেষের পথে। গতকাল রোববার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। তবে এবারের আসরের শিরোপা জিতবে পুনে। এমন ঘোষণা অনেক আগেই দিয়ে রেখেছেন উদয় শেঠী নামের এক ব্যক্তি। আর সব কিছুই নাকি আইপিএলের কর্তারাই ঠিক করে রেখেছেন। গত ৩ মে উদয় শেঠীর করা টুইট নিয়েই মূলত হুলস্থুল কাণ্ড। তার প্রোফাইল পিকচার হিসেবে লাগানো রয়েছে বলিউড অভিনেতা নানা পাটেকরের ছবি। ৩ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত তিনি আইপিএল নিযে যে সমস্ত ভবিষ্যদ্বাণী করেছেন, তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। প্লে অফে চার দল চূড়ান্ত হওয়ার বহু আগেই তিনি জানিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ, কোলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পুনে সুপারজায়ান্ট শেষ চারে উঠবে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, প্লে অফে কেকেআর-এর সঙ্গে সানরাইজার্স এবং পুনের সঙ্গে মুম্বাই মুখোমুখি হবে যথাক্রমে কোয়ালিফায়ার ও এলিমিনেটরে। এই দুই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। আবার মুম্বইকে হারিয়ে পুনে প্রথম দল হিসেবে ফাইনালে উঠবে এবং এলিমিনেটরে কোলকাতা ওয়ার্নারের হায়দরাবাদকে বধ করবে- এমন ঘটনাও মিলে গেছে ইতিমধ্যেই। ফাইনাল ম্যাচের লাইন আপ মুম্বাই বনাম পুনে— সেটাও মিলিয়ে দিয়েছেন তিনি।

ফাইনালে কোন দল জিতবে? ফেক প্রোফাইল-এ উদয় শেঠী নামের ক্রিকেট সমর্থকের দাবি, প্রথমবার পুনে সুপারজায়ান্ট আইপিএল চ্যাম্পিয়ন হবে। রহস্য আরও জমাট হয়েছে তার শেষ টুইটে ‘ফিক্সইট’ শব্দবন্ধ জুড়ে দেয়ায়। উদয় শেঠীর টুইট-বাণী ধন্দে ফেলে দিয়েছে পুলিশকে। উদয় শেঠীর কথা অনুযায়ী, গতকাল রোববার পুনে চ্যাম্পিয়ন হয় কিনা, সেটাই আপাতত দেখার।