শচীনের ব্যাট টিশার্ট-টাই নিলামে

 

মাথাভাঙ্গা মনিটর: এতিম শিশুদের অর্থ সহায়তার জন্য ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকারের ব্যাট, টিশার্ট-টাই নিলামে তোলা হলো। ভারতের পুনেতে অনুষ্ঠিত নিলামে ক্রিকেট মাস্টার শচীনের এ সব জিনিসের মূল্য ধরা হয়েছে ১৫ মিলিয়ন রুপি। এ নিলামের আয়োজন করেছে এনজিও সোফোশ (সোসাইটি অব ফ্রেন্ডস অব দ্য সাসুন হসপিটালস)। এখান থেকে পাওয়া অর্থ সোফোশ পরিচালিত এতিমখানার শিশুদের জন্য ব্যয় করা হবে। এ নিলাম নিয়ে লিটল মাস্টার বলেছেন, ঈশ্বর প্রত্যেককে প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন ওই প্রতিভা সবাই জানতে পারে তখনই কেবল আমরা শ্রদ্ধা ও সম্মান করি। তাই তাদের বড় জায়গায় পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন। প্রথম ভারতীয় হিসেবে খেলা ক্যাটাগরিতে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ম’ পেয়েছেন সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বের জন্য।