লন্ডনেও থাকবেন বোল্ট

মাথাভাঙ্গা মনিটর: ২০১৬ সালের রিও ডি জেনেরিও অলিম্পিকেই শেষ হবে গতিমানব উসাইন বোল্টের অতিমানবীয় ক্যারিয়ার। মস্কোয় বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষে নিজেই ভক্তদের এমন বার্তা দিয়েছিলেন ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বোল্ট। ২০১৭ সালে লন্ডনে আরেকটি বিশ্বচ্যাম্পিয়নশিপসেও অংশ নেয়ার চিন্তাভাবনা করছেন তিনি। গত বৃহস্পতিবার একটি সাক্ষাতকারে আটবারের বিশ্বসেরা বললেন, আমি রিওর ট্র্যাকে নামার পর অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু আমার ভক্তরা আরও এক বছরের জন্য আমাকে ট্র্যাকে দেখতে চাচ্ছে। আমার স্পন্সররাও রাজি। হয়তো আরও একটি বছর বেশি থাকতে পারি। আমারও কোচও ইতিবাচক সাড়া দিয়েছে।

চার বছর আগে ১শ ও ২শ মিটারে নিজের গড়া ৯.৫৮ সেকেন্ড ও ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড ভাঙা সম্ভব জানালেন বোল্ট, ‘হ্যা সম্ভাবনা আছে। গত মরসুমে আমি সেটা করতে চেয়েছিলাম। কিন্তু শুরুটা ধীরে হয়েছে। চোটও ছিল। চোট থেকে ফিরে রেকর্ড ভাঙা অনেক কঠিন। আগামী বছর গ্লাসগোয় কমনওয়েলথ গেমসেও দৌড়ানোর ইচ্ছা জানালেন বোল্ট, আমার পরিকল্পনায় এটা আছে। তবে আমি কখনোই আমার কোচের বিরুদ্ধে কাজ করি না। আমরা এটা নিয়ে আলোচনা করবো। এখনও পুরোপুরি নিশ্চিত নই। তবে দু ইভেন্টেই হয়তো দৌড়াব না। সেখানে অংশ নিলে সম্ভবত ২০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *