রোনালদোর সাথে তুলনায় মর্মাহত ইউসেবিও

মাথাভাঙ্গা মনিটর: গোলসংখ্যায় গত মাসে ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ইউসেবিও করেছিলেন ৪১ গোল। রোনালদোর গোল এখন ৪৩। পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড থেকেও পর্তুগিজ উইঙ্গার মাত্র চার ধাপ দূরে। রোনালদো যে খুব দ্রুতই রেকর্ডটা নিজের করে নেবেন, তা বলাই বাহুল্য। একটা প্রশ্ন তাই উঠছে, রোনালদোই কি পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার?

প্রশ্নটা যেমন উঠছে, একই সাথে উঠছে বিতর্কও। পর্তুগালেরই আরেক কিংবদন্তী লুইস ফিগো যেমন গত মাসে ইউসেবিওর সাথে রোনালদোর তুলনায় ঘোর আপত্তি জানিয়ে বলেছিলেন, কেবল ‘সংখ্যা’ দিয়ে কাউকে বিচার করাটা ‘অন্যায়’ হবে। এ বিতর্কে দীর্ঘ সময় নীরব থাকার পর এবার মুখ খুললেন ইউসেবিও নিজেও। ক্যারিয়ারজুড়ে গোলের বন্যা বইয়ে দেয়া ইউসেবিও ৪১টি আন্তর্জাতিক গোল করেছিলেন মাত্র ৬৪ ম্যাচে। তাকে পেরিয়ে যেতে রোনালদোর খেলতে হয়েছে ১০৬ ম্যাচ। রোনালদোর সাথে তুলনায় আপত্তি জানিয়ে সেটাই মনে করিয়ে দিয়েছেন ইউসেবিও, আমি মর্মাহত। এ ধরনের তুলনা করা ভুল।