রোনালদোর প্রশংসায় মেসি

মাথাভাঙ্গা মনিটর: মাঠের লড়াইয়ে দুজনে প্রবল প্রতিদ্বন্দ্বী। তবে বিশ্বকাপ বাছাই পর্বে প্লে-অফের ফিরতি লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক নিয়ে উচ্ছ্বসিত লিওনেল মেসি। ইউরোপীয় অঞ্চলের গ্রুপ পর্বে রানারআপ হয়ে প্লে-অফ খেলতে বাধ্য হওয়া পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার কৃতিত্ব রোনালদোর। সুইডেনের বিপক্ষে প্রথম লেগে তার দুর্দান্ত হেড ১-০ গোলের জয় এনে দেয় স্বাগতিক পর্তুগালকে। গত মঙ্গলবার সুইডেনের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগে তো অসাধারণ পারফরম্যান্স ছিলো রিয়াল মাদ্রিদ তারকার। রোনালদোর গোলে এগিয়ে গেলেও জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-১এ পিছিয়ে পড়েছিলো পর্তুগিজরা। তবে ৭৭ ও ৭৯ মিনিটে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের পর-পর দু গোল ৩-২ ব্যবধানে জয়ের পাশাপাশি ব্রাজিল-যাত্রাও নিশ্চিত করে দেয় পর্তুগালের।
                সেদিনের পারফরম্যান্স দেখে মেসি রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ। সাংবাদিকদের টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, তার গোলগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক দিন ধরেই ক্রিস্টিয়ানোর (রোনালদো) গোল করার হার খুব ভালো। জানি না ক্রিস্টিয়ানো এখন (ফুটবল-জীবনের) সেরা সময় কাটাচ্ছে কি-না। তবে সে সবসময় ভীষণ উজ্জীবিত, সব ধরনের ম্যাচেই গোল করে। ক্লাব ও দেশের জন্য নিবেদিতপ্রাণ। অনেকদিন ধরেই সে এমন। তার সেরা ছন্দে থাকা কিংবা কিছুটা অনুজ্জ্বল থাকার মধ্যে তেমন পার্থক্য খুঁজে পাওয়াই মুশকিল! পর্তুগাল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বলেও মেসি খুব খুশি। এ প্রসঙ্গে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড বলেন, ব্রাজিলে সেরা দলগুলোই খেলবে। এটা একটা দারুণ ব্যাপার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *