রেলপাড়া নববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোহেল-হিমেল জুটি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আয়োজিত রেলপাড়া নববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোহেল-হিমেল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। সপ্তাব্যাপি আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা বড় মসজিদ সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে। ফাইনালে সোহেল-হিমেল জুটি ২-১ সেটে শিমুল-আলম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ গোলাম মোস্তফা মাস্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন- শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুন ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক কাউন্সিলর আজিজুল হক হযরত, মতিয়ার রহমান, সাবেক কৃতী ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু, গিয়াস উদ্দীন বাচ্চু, সাজ্জাদ হোসেন মিন্টু, মাসুদুর রহমান, ইমরান হোসাইন, বাপ্পী, রাসেদ শেখ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *