রিয়ালের আশা বাঁচিয়ে রাখা জয়

মাথাভাঙ্গা মনিটর: গত রোববার এসপানিয়লকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়। গত শনিবার গোলশূন্য ড্র করা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫০ পয়েন্ট করে। তবে শ্রেয়তর গোল-পার্থক্য বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে শীর্ষে রেখেছে যথারীতি।এসপানিয়লের মাঠে রিয়ালের পরিত্রাতা পেপে। ৫৫ মিনিটে স্পেনের সফলতম দলের মহামূল্যবান গোলটির জন্ম এ পর্তুগিজ ডিফেন্ডারের হেড থেকে। এরপর বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও রিয়াল আর ব্যবধান বাড়াতে পারেনি। এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হলে এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *