রিয়ালকে অভিনন্দন জানানোয় বার্সা সমর্থকদের ক্ষোভ

মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ১১তম বারের ইউরোপিয়ান মহাদেশসেরা ক্লাবের খেতাব অর্জন করায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা টুইটার একাউন্ট থেকে অভিনন্দন জানানো হয়েছিল। আর এ অভিনন্দন জানানোই অনলাইনে ক্ষোভে ফুঁসছেন ক্যাটালান ক্লাবটির সমর্থকরা।

রিয়াল-অ্যাটলেটিকো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অদৃশ্যভাবে ছিলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সমর্থকরাই নিশ্চিতভাবেই রিয়ালের অমঙ্গল কামনা করছিলেন। কিন্তু তাদের নিরাশ করে দিয়ে অনেকটা ভাগ্যের খেলায় ১-১ গোলে ড্র করা ম্যাচ টাইব্রেকারে জিতে নিয়েছে রিয়াল, নিশ্চিত করেছে নিজেদের ১১তম বারের মতো ইউরোপ শ্রেষ্ঠ ক্লাবের খেতাব। সমর্থকদের মধ্যে যেমনই হোক না কেন রিয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার অফিশিয়াল টুইটার থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়ে ছোট্ট একটি বার্তা দেয়া হয়। আর তাতেই ক্ষোভে রীতিমতো ফুঁসতে বার্সা সমর্থকেরা। ‌ এখনই মুছে ফেলুন এ বাক্যটি লিখে বার্সার সেই টুইটটি লাগাতার রিটুইট করতে থাকে তারা। অবশ্য বার্সা তাতে কান দেয়নি। এখন পর্যন্ত তাদের টুইটারে শোভা পাচ্ছে, মিলানে চ্যাম্পিয়নস লিগ জেতায় রিয়ালকে অভিনন্দন।