রান তাড়া করে পাকিস্তানের অসাধারণ জয়

মাথাভাঙ্গা মনিটর: শেষ দিনের দু সেশনে ৩০২ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। পাঁচ উইকেটের রোমাঞ্চকর এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো তারা। গতকাল সোমবার শারজা টেস্টের পঞ্চম বা শেষ দিনে প্রতিপক্ষকে ২১৪ রানে অলআউট করার পর পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩০২ রান। শেষ দু সেশনের ৫৯ ওভারে এ লক্ষ্য অর্জন কঠিন হলেও অসাধ্য যে নয়, তাই প্রমাণ করলো মিসবাহ উল হকের দল। ৯ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে তারা। দলীয় ৯৭ রানে তিন উইকেট হারানোর পর লক্ষ্যটা বেশ কঠিনই মনে হচ্ছিলো পাকিস্তানের জন্য। তাছাড়া শেষ সেশনে ৩৫ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিলো ১৯৫ রান। হাতে ছিলো সাত উইকেট। কিন্তু শতরান করা আজহারের ব্যাটে ভর করে তা সম্ভব করলো পাকিস্তান। ১৩৭ বলে ছয়টি চারে ১০৩ রান করেন আজহার। জয় থেকে সাত রান দুরে থাকতে আজহার ফিরে গেলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মিসবাহ। ৭২ বলে সাতটি চারের সাহায্যে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *