রাজিন সালেহের বিশ্ব রেকর্ড ভাঙ্গার পথে রশিদ খান

মাথাভাঙ্গা মনিটর: আজ রোববার থেকে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব। বাছাই পর্বের উদ্বোধনী দিন রয়েছে চারটি ম্যাচ। এর মধ্যে ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

এ ম্যাচে আফগানদের অধিনায়কত্ব করবেন লেগ-স্পিনার রশিদ খান। এ ম্যাচ দিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হবেন তিনি। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করার রেকর্ড গড়বেন রশিদ। কারণ, এ সময় রশিদের বয়স হবে ১৯ বছর ১৬৫ দিন। ফলে ভেঙে যাবে বাংলাদেশ সাবেক অধিনায়ক রাজিন সালেহের বিশ্ব রেকর্ড। ২০ বছর ২৯৭ দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে প্রথমবারের মাচে নেতৃত্ব দেয়ার সুযোগ পান রাজিন। নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশার ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি। তাই নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন রাজিন।

আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাই ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের শুরু থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তাই নেতৃত্ব ভার পেয়েছেন রশিদ।