রাউলের রেকর্ড ভাঙতে চান মেসি

মাথাভাঙ্গা মনিটর: ৭১ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতার তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ লিজেন্ড রাউল। এবার বুঝি তাকে শীর্ষস্থান ছাড়তেই হচ্ছে। বার্সেলোনা তারকা লিওনেল মেসির দুরন্ত সূচনা অব্যাহত থাকলে চলতি মরসুমে এ রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া ফিফা বর্ষসেরা খেলোয়াড় নিজেই রেকর্ড ভাঙাকে লক্ষ্য হিসেবে নিয়েছেন। তবে এ লক্ষ্যই একমাত্র লক্ষ্য নয়, বার্সেলোনার সফলতা সবার আগে চান মেসি। মেসির রেকর্ড চতুর্থ হ্যাটট্রিকে আয়াক্সকে ৪-০ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সা। এ নিয়ে চারবারের ব্যালন ডি’অর জয়ী তারকার গোলসংখ্যা ৬২। রাউলের চেয় নয়টি কম। উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে মেসি তার লক্ষ্য জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ গোল তালিকায় রাউলকে টপকে শীর্ষস্থান পাওয়া সুন্দর চ্যালেঞ্জ। তবে সেটা অপরিহার্য নয়। আমরা একটি দল, আরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য আমাদের আছে। এ প্রতিযোগিতায় আমরা আরও অনেক দূর যেতে চাই। আবারও শিরোপা জিততে চেষ্টা করব আমরা। শুরুতেই হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত মেসি, আমার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগ গোলের সংখ্যা ৬২ হওয়ায় আমি অবশ্যই খুশি। কিন্তু সবার আগে দলীয় ফলটাই গুরুত্বপূর্ণ। দল কীভাবে খেলেছে সেটাও। এ মরসুমে কতোটা গোল করতে পারলাম আর পারলাম না সেটা কম গুরুত্বপূর্ণ।