যুব অলিম্পিকে ৫ ক্রীড়ায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: যুব অলিম্পিকে পাঁচটি ডিসিপ্লিনে অংশ নেবেবাংলাদেশ দল। এর মধ্যে শুটিং ও আর্চারিতে সাফল্য আশা করছে বাংলাদেশঅলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।চীনের নানজিংয়ে ১৬ আগস্ট শুরু হবে গ্রীষ্মকালীন এ যুব অলিম্পিকের দ্বিতীয় আসর।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ডিসিপ্লিনগুলো এবং এতে অংশ নেয়া অ্যাথলেটদের নাম জানায় বিওএ।২৩সদস্যের বাংলাদেশ দলে থাকছেন ১৩ জন অ্যাথলেট। বাকি ১০ জন কোচ ও কর্মকর্তা।প্রেননয় মুরং (আর্চারি),শারমিন আক্তার (শুটিং,১০ মিটার এয়ার রাইফেল),মো. আসিফ রেজা (সাঁতার,৫০ মিটার ফ্রি স্টাইল),জহুরা আক্তার রেশমা (ভারোত্তলন,৪৮ কেজি) এবং ফাইভ-এ-সাইড হকিতে অনূর্ধ্ব-১৮ দল পাঁচডিসিপ্লিনে অংশ নেবে।
এবারের যুব অলিম্পিক আসরের পুরো ব্যয় বহন করছেবিওএ। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রাপ্তির চেয়ে বিপুল অঙ্কের ব্যয় হওয়ারবিষয়টি ভালোভাবে মাথায় রাখছে তারা। তাই এবার অভিজ্ঞতা অর্জন নয়, সাফল্য চানবিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।তেতাল্লিশ বছর ধরে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতা অর্জনের দিন শেষ। এবার ফল চাই।আগামীতে অভিজ্ঞতা অর্জনের নামে অর্থ ব্যয়ের লাগাম টেনে ধরার কথাও বলেন তিনি।পাঁচ ডিসিপ্লিনের মধ্যে হকি দলই বাছাইপর্ব পেরিয়ে নানজিংয়ে যাচ্ছে। বাকি চার ডিসিপ্লিনে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডনিয়ে অংশ নিচ্ছে।