যুক্তরাষ্ট্রেরসাথে ড্র করে আশা জাগিয়ে রাখলো পর্তুগাল

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রেরসাথে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডের আশা জিইয়ে রাখলো রোনালদোরপর্তুগাল। প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছেপর্তুগাল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ভারেলার গোলে হার থেকে রক্ষা পায়পর্তুগিজরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ২-২ গোলে ড্র করারফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা ধরে রাখলো তারা।ব্রাজিলের ম্যানাউসেরঅ্যারিনা অ্যামাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হয়েছিলো‘জি’ গ্রুপের দু দল পর্তুগাল ও যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুতেই মাত্র ৫মিনিটের মাথায় গোল করে পর্তুগিজদের আনন্দে ভাসান ন্যানি। মার্কিন ডিফেন্ডারজিওফ ক্যামেরন বল ক্লিয়ার করতে গিয়ে সরাসরি ন্যানির পায়ে বল ঠেলে দেন। আরজোরালো শটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি পর্তুগিজউইঙ্গার ন্যানি।খেলার ৪৪ মিনিটে আবারো পর্তুগালকে এগিয়ে নেয়ার সুযোগপেয়েছিলো ন্যানি। কিন্তু যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অসাধারণ দক্ষতার পরিচয়দিয়ে গোল বঞ্চিত করেন ন্যানিকে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়াতে ১-০ গোলেএগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর ম্যাচে সমতা ফেরার জন্যপাল্টা আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র। খেলার ৬৪ মিনিটে গোল করে সমতা নিয়েআসে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন জার্মেইন জোনস।এরপরজেতার জন্য আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। পাল্টাপাল্টি আক্রমণেম্যাচের ৮১ মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্লিন্ট ডেম্পসির গোলে ২-১ গোলেলিড নেন মার্কিনিরা। শেষ সময়ে গোল হজম করে হারের দ্বারপ্রান্তে পৌঁছেগিয়েছিলো পর্তুগাল। অতিরিক্ত সময়ে একেবারে শেষ মিনিটে গোল করে পর্তুগিজদেরপরাজয়ের হাত থেকে বাঁচান ভারেলা।দলীয় অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোরবাতাসে ভাসানো বলে হেড দিয়ে সমতাসূচক গোলটি করেন ভারেলা। ফলে পর্তুগালযুক্তরাষ্ট্র ম্যাচ শেষ হয় ২-২ গোলে।