ম্যান সিটির দুর্দান্ত জয় : চেলসির হোঁচট

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি অবশ্য জিততে পারেনি; তবে এভারটনের বিপক্ষে দারুণ নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারাটাও বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কম স্বস্তির নয়। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর এভারটনের সাথে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। দিনের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লেস্টার সিটি। ২২ ম্যাচে আসরের চমক জাগানো লেস্টারের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের পয়েন্টও সিটির সমান ৪৩, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। একটি ম্যাচ কম খেলেছে আর্সেন ভেঙ্গারের দল।
গত সপ্তাহে এভারটনের সাথে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছিলো সিটি। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সাথে ২-২ গোলে ড্র করেছিলো চেলসি। ইতিহাদ স্টেডিয়ামে গত শনিবার ২২তম মিনিটে এগিয়ে যায় সিটি। প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ। ৪১তম মিনিটে প্রায় একই রকম দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের শটটি লক্ষ্যেই ছিল, তবে মাঝ পথে ঠেকাতে গিয়েছিলেন ডিফেন্ডার স্কট ডান। তাতে উল্টো বল দিক পাল্টে বাঁ দিক দিয়ে জালে জড়ায়। আর ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন আগুয়েরো। দারুণ গোছানো এক আক্রমণে কেভিন ডি ব্রুইনের পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৮৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা ব্যবধান আরও বাড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫০তম মিনিটে জন টেরির আত্মঘাতী গোলে পিছিয়ে যায় চেলসি। প্রতিপক্ষের লেইটন বেইঞ্চের নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান স্বাগতিক দলের অধিনায়ক। ছয় মিনিট পর অতিথিদের বেলজিয়ামের স্ট্রাইকার কেভিন মিরালাস ব্যবধান দ্বিগুণ করলে হারের শঙ্কায় পড়ে যায় চেলসি। তবে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৪তম মিনিটে সেস ফাব্রেগাসের বাড়ানো বল ধরে এবারের লিগে সপ্তম গোল করেন দিয়েগো কস্তা। এরপর নিজেই লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস। ৯০তম মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার রামিরো মোরির গোলে ফের হারের শঙ্কায় পড়ে যায় চেলসি। তবে নাটকীয়তার তখনও ছিলো বাকি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে টেরি কাছ থেকে বল জালে জড়িয়ে প্রায়শ্চিত্তের পাশাপাশি মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন। এ ড্রয়ের পর চতুর্দশ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২২ ম্যাচে ২৫।