ম্যান সিটির গুরুত্বপূর্ণ জয়

মাথাভাঙ্গা মনিটর: নতুন বছরের শুরুটা ভালোই হলো ম্যানচেস্টার সিটির। গতকাল বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোয়ানসি সিটির মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।

এ জয়ে আপাতত ইপিএলের শীর্ষে ম্যান সিটি। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।
একটি করে ম্যাচ কম খেলে ৪২ ও ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আর্সেনাল ও চেলসি। লিবার্টি স্টেডিয়ামে ১৪ মিনিটের সময় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনিয়োর গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বিরতির ঠিক আগে স্বাগতিক দলকে সমতায় ফেরান আইভরি কোস্টের স্ট্রাইকার উইলফ্রিড বনি। তবে ৫৮ ও ৬৬ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে ও সার্বিয়ান ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের লক্ষ্যভেদ ৩-১ গোলে এগিয়ে দেয় দুই মৌসুম আগের চ্যাম্পিয়নদের। ইনজুরি সময়ে বনি আরেকটি গোল করলেও ম্যান সিটির জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।