ম্যানসিটি ৬-৩ আর্সেনাল

মাথাভাঙ্গা মনিটর: ৯০ মিনিটে ৯ গোল । পয়েন্ট তালিকার শীর্ষ সারির দু দলের খেলায় এটা নজিরবিহীনই। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে যে দারুণ উপভোগ্য তার প্রমাণ দিয়েছে গতকাল ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের খেলোয়াড়রা। ৬টি ম্যানসিটি আর ৩টি আর্সেনাল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির বিরুদ্ধে যে এমনভাবে জিতবে তারা কেউ ভাবেনি বটে। তবে তাদের জয়ে কেউ বিস্মিতও নয়। কারণ আগের ম্যাচেই তারা ইউরো সেরা দল বায়ার্নের জালে ঢুকিয়েছে ২৩ গোল। গত শনিবার ৬-৩ গোরৈ আর্সেনারকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানেই আছে। তবে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান ঘুচেছে। ১৬ খেলায় তাদের পয়েন্ট ৩৩ আর আর্সেনালের ৩৫। মাঝে এদিন ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়স্থান অক্ষুণ্ণ রেখেছে চেলসি। তাদের পয়েন্ট ৩২। ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ৪-১ গোলে ফুলহ্যামকে হারানো এভারটন। তবে লিবারপুল আবার দুইয়ে উঠে আসতে পারে যদি তারা গতকাল রোববার টটেনহ্যামকে হারাতে পারে। তাদের পয়েন্ট এখন ১৫ খেলায় ৩০। এদিন নিউক্যাসল-সাউদাম্পটন ১-১ ও ওযেস্ট হ্যাম-সান্ডারল্যান্ড গোলশুন্য ড্র হয়েছে। আর কার্ডিফ ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমকে।

ম্যানচেস্টার সিটির পক্ষে আগুয়েরো প্রথম গোল করেন। এরপর ফার্নান্দিনহো ২টি, নেগ্রেদো, সিলভা ও ইয়া ইয়া তোরে একটি করে গোল করেন। আর্সেনালের পক্ষে  ওয়ালকট দুটি ও মারতেসাকার ১টি গোল করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *