মোহামেডানের সাথে বারিধারার ড্র

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল দ্বিতীয় রাউন্ডের খেলায় মোহামেডান ও বারিধারার নির্ধারিত ম্যাচে গোল পায়নি কেউই। গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বারিধারার বিপক্ষে গোল হয়ে মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে। গতিময় ফুটবলই খেলেছে শাদাকালো জার্সিধারীরা। তবে অভাব ছিলো সমন্বয়ের। মুহুর্মুহু আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ক্যাপেলার শিষ্যরা। প্রথমার্ধের ১৪ মিনিটে মিন্টু ও বাইকের ভুল বোঝাবুঝির সুযোগে বারিধারার সুমনের শট বার ঘেষে চলে যায়। খেলার ২৯ মিনিটে মোহামেডানের তপুর লম্বা থ্রো থেকে সোহাগের পাসে বক্সের ভেতরে বল নিয়ে জাহিদ পোস্টে শট করলে বারিধারার গোলরক্ষক প্রতিরোধ করেন। খেলার এক মিনিট পর বক্সের ভেতর বল নিয়ে পোস্টে শট করলে গোলরক্ষক মামুন খান তা তালু বন্দি করেন। গোলের সুযোগ পেয়ে ব্যর্থ হয় বারিধারা। খেলার ৪২ মিনিটে সুযোগ পেয়ে নষ্ট করেন ওয়াহেদ আহম্মেদ। তপুর পাস থেকে বল নিয়ে শট করলে বারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে গোলশূন্য রেখে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে উভয় দল। খেলা শুরু হওয়ার ৫ মিনিট পর তপুর দুর্বল আক্রমণে বারিধারা গোলরক্ষক প্রতিহত করেন। খেলার ৫৫ মিনিটে কোদরি লারনির পাস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আকেন্দেলির দারুণ শটে মোহামেডান কিপার মামুন খান নিশ্চিত গোল রক্ষা করেন। তবে খেলার ৬০ মিনিটে বারিধারার আকেন্দেলির পাসিঙে মোস্তাফা পা ছোয়াতে ব্যর্থ হওয়ায় গোলের সহজ সুযোগ নষ্ট হয়। ঠিক শেষ মূহুর্তে জাহিদের গোলমুখে শট সাইদুর রহমান রক্ষা করলে মোহামেডান গোল পেতে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পেলে গোল শুন্য ম্যাচ ড্র হয়। টানা দু ড্রয়ে মোহামেডানের  ২ পয়ন্টে সংগ্রহ হতাশায় ভাসিয়েছে সমর্থকদেরও।