মেহেরপুরে প্রীতি ক্রিকেট ম্যাচে মেহেরপুর অনুর্ধ্ব ১৮ দল জয়ী

মেহেরপুর অফিস: মেহেরপুর অনুর্ধ্ব ১৮ দল ও গাংনীর ঢ্যাপা একাদশের মাঝে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে মেহেরপুর অনুর্ধ্ব ১৮ দল জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর অনুর্ধ্ব ১৮ দল ১৬৮ রানে জয়ী হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৩৮ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ৬ষ্ঠ উইকেট জুটিতে ইমরান ও বোরহান ১৩০ রানের জুটি গড়ে তোলেন। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান সর্বোচ্চ ১১৩ রান করেন। বোরহানের সংগ্রহ ৩৫ রান। গাংনীর ঢ্যাপা একাদশের শাহিন ও ফিকু ৩টি করে এবং আশিকুল ২টি উইকেট লাভ করেন। ২৫৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গাংনীর ঢ্যাপা একাদশ মাত্র ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিপন সর্বোচ্চ ১৭ রান সংগ্রহ করেন। মেহেরপুর অনুর্ধ্ব ১৮ দলের আসিফ ৫টি, বোরহান ৩টি ও কিরন ২টি উইকেট লাভ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *