মেহেরপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে কুষ্টিয়া জেলা দল জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজমাঠে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা দল ৭ উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। গতকাল বুধবার মেহেরপুর সরকারি কলেজমাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২ ওভারের খেলায় ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে চুয়াডাঙ্গা জেলা দল। দলের পক্ষে মুস্তাক মাহমুদ সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন। কুষ্টিয়া জেলা দলের ওয়াসিম আকরাম ৩৩ রানে দখল করেন ৬টি উইকেট। ৮৮ রানের জয়ের লক্ষে খেলতে নেমে কুষ্টিয়া জেলা দল ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আসিফ উদ্দীন শেখ সংগ্রহ করে সর্বোচ্চ ৩১ রান। চুয়াডাঙ্গা জেলা দলের আদনান, আব্দুল হক ও নাহিদ ১টি করে উইকেট নেয়। ম্যাচ সেরা হয় কুষ্টিয়া জেলা দলের ওয়াসিম আকরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এ প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি কলেজ ভেন্যুতে অংশগ্রহণ করছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ অনূর্ধ্ব ১৮ দল।

এর আগে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আনোয়ারুল হক শাহী, সৈয়দ এহসানউল হক আরিফ, সাইফুল ইসলাম পল্টু, হাসানুজ্জামান হিলোন প্রমুখ।