মেহেরপুরের উজুলপুরে হাজি রহিম বকস ফুটবলে উজুলপুর চ্যাম্পিয়ন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর মনোহরপুর গ্রামবাসীর উদ্যোগে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হাজি রহিম বকস বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ঘটনাবহুল খেলায় উজুলপুর যুব সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় উজুলপুর যুব সংঘ তরুর দেয়া একমাত্র গোলে প্রতিবেশী ফতেপুর একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় মুরাদের ফ্রি কিক থেকে সুযোগ সন্ধানী খেলোয়াড় তরু গোল রক্ষক শাওনকে পরাস্ত করে গোল করেন। এরপরই একটি ফাউলকে কেন্দ্র করে কার্ড দেখানোকে কেন্দ্র করে প্রায় ১৮ মিনিট খেলা বন্ধ থাকে। ফতেপুর একাদশের বিদেশি খেলোয়াড় ওয়ালীকে ফাউল করায় রেফারি মাহবুব লালকার্ড বের করেন। এ সময় উজুলপুরের মুরাদ রেফারি মাহবুবের কাছ থেকে লালকার্ড কেড়ে নিয়ে ফেলে দেয়। ওই ঘটনায় ফতেপুর একাদশের খেলোয়াড় ও দর্শকরা খেলতে অস্বীকৃতি জানালে খেলা বন্ধ হয়ে যায়। পরে উভয় দলের কর্মকর্তাদের হস্তক্ষেপে ১৮ মিনিট পর খেলা শুরু হয়। এর আগে মুরাদ হলুদকার্ড দেখিয়ে সতর্ক করে দেয়া হয়।

এদিকে খেলা চলাকালে উভয় দলের আরো ৪ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান। শেষ পর্যন্ত স্বাগতিকরা ১ গোলে জয়লাভ করে। খেলা শেষে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার চ্যাম্পিয়ন দলের হাতে গরু এবং রানারআপ দলকে ছাগল তুলে দেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আদম আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, সাবেক চেয়ারম্যান শহিদুল আলম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বিশ্বাস, রাইহানুল কবির। বিজয়ী দলের মুরাদ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।