মেহেরপুরের আমঝুপিতে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উদ্যোগে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ছেলেদের ফুটবলে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ, মেয়েদের ফুটবলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, ছেলেদের হ্যান্ড বলে ট্যাংরামারী মাধ্যমিক বিদ্যালয়, মেয়েদের হ্যান্ড বলে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, ছেলেদের কাবাডিতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং মেয়েদের কাবাডিতে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলায় ছেলেদের ফুটবলে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ ১-০ গোলে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের খালেকুজ্জামান জয়সূচক গোলটি করেন। এদিকে একই মাঠে অনুষ্ঠিত মেয়েদের ফুটবলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ভৈরব মাধ্যমিক বিদ্যালয়কে, ছেলেদের হ্যান্ড বলে ট্যাংরামারী মাধ্যমিক বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে, মেয়েদের হ্যান্ড বলে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে, ছেলেদের কাবাডিতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে এবং মেয়েদের কাবাডিতে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৬তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিয়োগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এদিন রোববার বিকেলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনাতনে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহামেদ, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, একাডেমিক সুপার ভাইজার আনারুল ইসলাম, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।