মেসি ম্যাজিকে কোপার শিরোপা বার্সার

মাথাভাঙ্গা মনিটর: ভীনগ্রহের তারকা খ্যাত ফুটবলার লিওনেল মেসির চমকে কোপা দেল রে শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। গত শনিবার রাতে ভিসেন্তে কালদেরনেতে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দেপোর্তিভো আলাভেসকে হারায় মেসি-নেইমাররা। এটা প্রতিযোগিতায় বার্সার টানা তৃতীয় শিরোপা জয়। আর এ নিয়ে মোট ২৯ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে বার্সা। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। আর এ জয়ের মধ্যে দিয়েই লুইস এনরিকেকে বিদায় জানালো মেসি-নেইমাররা। বার্সেলোনার কোচ হিসেবে তিন বছরের ক্যারিয়ারে দু’বার স্প্যানিশ কাপের শিরোপা জয়ের কীর্তি গড়েছেন এনরিকে। সব মিলিয়ে নয়টি শিরোপা জিতিয়ে বার্সেলোনাকে বিদায় জানালেন স্পেনের এই কোচ। ম্যাচের শুরুতেই অবশ্য চোটের কারণে হাভিয়ের মাসচেরানো মাঠ ছাড়লে বেশ বড় ধাক্কা খায় বার্সা। তবে এসবকে কাটিয়ে মেসি ম্যাজিকে লিড পেয়ে যায় বার্সা। ৩০তম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে পরাস্ত হয় প্রতিপক্ষের গোলরক্ষক।
অবশ্য এ আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ৩৩তম মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইনে সমতা টানেন থিও হের্নান্দেস। প্রথমার্ধের বিরতির আগেই আরও দুটি গোলের দেখা পায় বার্সা। ৪৫তম মিনিটে নেইমার দলকে এগিয়ে নেন। পরে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন মেসি।