মেসি-নেইমারকে ছাড়িয়ে রদ্রিগেজ

 

 

মাথাভাঙ্গা মনিটর: কেহবেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়?বিশ্বকাপ শুরুর আগে মেসি, নেইমার, রোনাল্ডো, পার্সি ও রবেনদের নিয়েই বেশি আলোচনা চলছিলো। কে ভেবেছিলো ২২ বছরবয়সী এক কলম্বিয়ান তরুণ সবাইকে পেছেনে ফেলে দেবেন! কলম্বিয়ার অ্যাটাকিংমিডফিল্ডার জেমস রড্রিগেজ এখন বিশ্বকাপের নতুন ক্রেজ। গত
শনিবার শেষ ষোলোরলড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে জোড়া গোল করে এ মোনাকো তারকা আসরে এরই মধ্যেসর্বোচ্চ পাঁচটি গোল করে ফেলেছেন। পেছনে ফেলে দিয়েছেন মেসি, নেইমার ও থমাসমুলারকে। চার গোল করে তারা সবাই রয়েছেন কলম্বিয়ান তরুণ তুর্কির পেছনে।প্রতিষ্ঠিতরথী-মহারথীদের পেছনে ফেলে দিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলারেরমর্যাদা আদায় করে নিয়েছেন জেমস রড্রিগেজ। নিছক ফুটবল পণ্ডিতদের মতামত নয়।খোদ ফিফার বিচারেই বিশ্বকাপের এখন পর্যন্ত শ্রেষ্ঠত্বের দৌড়ে সবার ওপরেরয়েছেন ২২ বছরের এ অ্যাটাকিং মিডফিল্ডার। গতশনিবার ম্যাচের ২৮ মিনিটেঅসাধারণ এক গোলে দলকে এগিয়ে দেন রড্রিগেজ। বক্সের বাইরে আবেল আগিলারের হেডবুক দিয়ে নামিয়ে বাঁ-পায়ের দর্শনীয় শটে করেন বিশ্বকাপে নিজের চতুর্থ গোল।বিরতিরচার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে কলম্বিয়া, এবারও গোলদাতা সেইরড্রিগেজ। বাঁপ্রান্ত থেকে পাবলো আমেরোর ক্রসে হেড করে রড্রিগেজের দিকে বলবাড়িয়ে দেন হুয়ান কুয়াদ্রাদো। ছয় গজ দূর থেকে ডান-পায়ের শটে রড্রিগেজ বলপাঠান উরুগুয়ের জালে। জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেয়ারপাশাপাশি গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও এগিয়ে গেলেন রড্রিগেজ। শিষ্যেরচোখধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান। উরুগুয়েরকোচ অস্কার তাবারেজ তো তাকে ম্যারাডোনার সাথে তুলনা করলেন, আমার মতে বিশেষপ্রতিভা তারাই যারা একদম ব্যতিক্রমী কিছু করে। ম্যারাডোনা, মেসি, সুয়ারেজ, জেমস রড্রিগেজরা সেই জাতের খেলোয়াড়। সৃষ্টিকর্তার কাছ থেকে বিশেষ উপহারপেয়েছে তারা। এজন্যই তারা অন্যদর চেয়ে আলাদা।