মেসি তিন সপ্তা মাঠের বাইরে

মাথাভাঙ্গা মনিটর: মাত্র ২৮ মিনিট পরই মাঠের বাইরে চলে যাওয়ার মানুষ তো লিওনেল মেসি নন। কোনো সমস্যা যে আছে, সেটা টের পাওয়া গিয়েছিলো আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার কালকের ম্যাচটি চলার সময়ই। আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। হ্যামস্ট্রিঙের ইনজুরির কারণে এখন দুই বা তিন সপ্তা মাঠের বাইরেই থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে। গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর মেসির এ ইনজুরির খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির ডান পায়ে ছোটখাটো একটা হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে। আর্জেন্টাইন এ ফুটবলারকে এখন দুই বা তিন সপ্তার জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই সময়ের মধ্যে বার্সেলোনার গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে মেসিকে থাকতে হবে দর্শক হয়ে।

তবে বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মরসুমের প্রথম এল ক্লাসিকোটির আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন মেসি। আগামী মাসের ২৬ তারিখে ন্যু ক্যাম্পে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।