মেসিরাই বিশ্বকাপ জিতুক: নেইমার

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলেরতারকা নেইমার আর্জেন্টিনার পক্ষেই কথা বলছেন। আগামী রোববারের ফাইনালে তিনিদলটির জয় দেখতে চান। বন্ধু লিওনেল মেসির হাতেই বিশ্বকাপের সেই ট্রফিটাদেখার কথা জানিয়েছেন বার্সেলোনার এ ফরোয়ার্ড।বিশ্বকাপ থেকেছিটকে পড়া নেইমার বৃহস্পতিবার তেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলন শিবিরে যানপিঠের চোট নিয়েই। আজ শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিলের তৃতীয় স্থাননির্ধারণী ম্যাচের আগে সতীর্থদের সাথে দেখা করেন তিনি।তেরেসোপোলিসে এক সংবাদ সম্মেলনে ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার কথা বলেন নেইমার।তিনিবলেন, আমি সবসময়ই বলেছি, আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চাই। আমি চেয়েছিলামব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল খেলবে।কিন্তু এটা হয়নি। এরপরও আমিআর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চেয়েছি। কারণ মেসি ও মাসচেরানো,আমার দুজনসতীর্থ আছে এ দলে। আমি চাই,তারা জিতুক। সে প্রায় সবকিছুই জিতেছে এবং আমিমনে করি,চ্যাম্পিয়ন হওয়াটা তার প্রাপ্য। আমি তাকেই সমর্থন করব। সে আমারসতীর্থ আর বন্ধু।

আগামী রোববার রিও দে জেনেইরোর মারাকানায় বাংলাদেশসময় রাত ১টায় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির মুখোমুখি হবেআর্জেন্টিনা। সেমিফাইনালে নেইমারবিহীন ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েফাইনালে ওঠে জার্মানি।