মূল পর্বে যেতে যা করতে হবে বাংলাদেশকে

স্টাফ রিপোর্টার: একটু ইশ, একটু উহ। বাংলাদেশ সমর্থকদের আক্ষেপ বাড়িয়ে দিয়ে আয়ারল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল বৃষ্টিতে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আক্ষেপ করারই কথা। এই ম্যাচে প্রাপ্য একটি পয়েন্ট যে হাতছাড়া হয়ে গেল। তামিম-ঝড়ে চড়ে ৮ ওভারেই হয়ে গিয়েছিলো ৯৪ রান! এখান থেকে বাংলাদেশেরই তো জয়ের সম্ভাবনা বেশি ছিলো! খেলা হলে ৮ ওভারে আয়ারল্যান্ডকে করতে হতো ১০৮। পারত কি আইরিশরা? যা-ই হোক। প্রকৃতির ওপর তো আর কারও হাত নেই। মাশরাফিদের এখন চোখ রাখতে হবে সামনে। যেখানে হাতছানি দিয়ে ডাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। সেখানে পৌঁছুতে এখন কী করতে হবে বাংলাদেশকে? এই সমীকরণেও অবশ্য বৃষ্টির ‘সম্ভাব্যতাকে’ও মাথায় রাখতে হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুদিন পর ওমানের সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতেও বৃষ্টির হানা দেয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। তাই আরও একটি পরিত্যক্ত ম্যাচ দেখারই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। যদিও দুই দলেরই পয়েন্ট সমান ৩ হয়ে যাওয়ায় ম্যাচটি এখন মহা গুরুত্বপূর্ণ। এই গ্রুপ থেকে এরই মধ্যে দুটি দলের বিদায় নিশ্চিত হয়ে গেল। হল্যান্ড আর আয়ারল্যান্ড ছিটকে পড়েছে। সুযোগ আছে বাংলাদেশ-ওমানের। পরশু এই দুটি দলই মুখোমুখি। যে জিতবে সেই পরের রাউন্ডে। যে হারবে তার বিদায়। আর যদি ​ওই ম্যাচটাও বৃষ্টিতে ভেসে যায়? তাহলে বাংলাদেশই চলে যাবে মূলপর্বে। পরশু ম্যাচটি বাতিল হয়ে গেলে দুদলের পয়েন্ট হয়ে যাবে ৪। কিন্তু রানরেটে ওমানের (ওমানের +.২৮‍) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ (+.৪০)।