মাহমুদুল্লাহর আগ্রাসী ক্রিকেট-তত্ত্ব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে ‘ইতিবাচক’ ও ‘আগ্রাসী’ ক্রিকেট খেলার লক্ষ্য তাদের। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, ওরা ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করবে। আজ বৃহস্পতিবার আমরা তাই ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলবো।

নিউজিল্যান্ডকে টানা পাঁচটি ওয়ানডেতে হারালেও প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট সমীহ মাহমুদুল্লাহর কণ্ঠে। তিনি বলেন, ওরা খুব ভালো দল। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট এলিয়টরা খুব ভালো খেলছে। মাহমুদুল্লাহ জানিয়েছেন, উইনিং কম্বিনেশন অর্থাৎ জয়ী দলে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে নিজের পারফরম্যান্স (২৯ রান ও এক উইকেট) নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি। মিরপুরের উইকেট প্রসঙ্গে এ অলরাউন্ডার বলেন, গত মঙ্গলবার আমি আর নাঈম যখন ব্যাট করছিলাম তখন আমাদের লক্ষ্য ছিলো অন্তত ২৭৫ রান করার। আমার মনে হয় না ব্যাটিঙের জন্য উইকেটটা তেমন সহজ ছিলো। ব্যাট করার সময় আমার মনে হয়েছে, এই উইকেট কিছুটা হলেও পেস-সহায়ক। স্পিনাররা বরং তেমন টার্ন পায়নি। দ্বিতীয় ওয়ানডেতেও টস জয়ের গুরুত্বের কথা জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, রাতে শিশির পড়ে বলে আগে ফিল্ডিং করলে স্পিনার ও পেসারদের জন্য ভালো হয়।