মাহমুদউল্লাহর চোটে টেস্ট দলে নাসির

স্টাফ রিপোর্টার: আঙুলের চোটে ভারতের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে যাওয়া মাহমুদউল্লাহর বদলে ডাক পেয়েছেন নাসির হোসেন। গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেছিলেন এ অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসিরকে দলে নেয়ার কথা জানায়। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, ঘরোয়া ক্রিকেটের ফর্মই নাসিরকে ফেরানোর কারণ। আমরা আগেই বলেছিলাম, মূল স্কোয়াড নির্বাচনের সময়ই জোর বিবেচনায় ছিলো নাসির। তাই মাহমুদউল্লাহর বিকল্প বেছে নিতে আমাদের খুব ভাবতে হয়নি। বাজে ফর্মের কারণেই নাসির দলে জায়গা হারিয়েছিলো। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই আবার দলে ফিরেছে। ১৬ টেস্ট খেলে ১ শতক ও ৬টি অর্ধশতকে ৯৫৮ রান করেছেন নাসির ৩৬.৮৪ গড়ে। উইকেট নিয়েছেন ৮টি। দল থেকে বাদ পড়ার আগে শেষ ৯ ইনিংসে পঞ্চাশ ছুতেঁ পারেননি নাসির। ফতুল্লা টেস্টের দল ঘোষণার পরদিনই গতকাল বৃহস্পতিবার সকালে স্লিপ ক্যাচিং অনুশীলনে চোট পান মাহমুদউল্লাহ।