মাদকমুক্তকরণ ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা রেড ব্যাক ক্লাব চ্যাম্পিয়ন

তরুণ প্রজন্ম জাগ্রত সমাজ চুয়াডাঙ্গার আয়োজনে ৮ দলের মাদকমুক্তকরণ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছিলো গত ১ অক্টোবার। গতকাল শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজমাঠে অনুষ্ঠিত ফাইনাল। খেলায় চুয়াডাঙ্গা রেড ব্যাক ক্লাব ১ উইকেট মানবতা বেঙ্গলস টাইগার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মানবতা বেঙ্গলস টাইগার ক্লাব ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২১ রান করে।

জবাবে চুয়াডাঙ্গা রেড ব্যাক ক্লাব ১৯ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির হিউম্যান রাইটস মনিটরিং সেলের সেক্রেটারি অ্যাড. মানিক আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুণ প্রজন্ম জাগ্রত সমাজের চেয়ারম্যান অ্যাড. মানি খন্দকার। চুয়াডাঙ্গা শিল্প ও বণিত সমিতির পরিচালক কিশোর কুমার কুণ্ডু, অ্যাড. জীল্লুর রহমান জালাল। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ১ হাজার টাকা প্রাইজমানি ও রানারআপ দলকে ট্রফিসহ ৫শ টাকার প্রাইজমানি প্রদানে পুরস্কৃত করেন। খেলায় রায়হান ম্যান অব দ্য ম্যাচ ও তানভির ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়।-বিজ্ঞপ্তি।

Leave a comment