মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হবা হালদারের দল জিতেছে

 

দর্শনা অফিস: প্রতি বছরের মতো এ বছরো মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে গতকাল শুক্রবার মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিয়োগতায় অংশ নেয় ৫টি দল। মাথাভাঙ্গা নদীর মদনা থেকে মেমনগর ব্রিজ পর্যন্ত প্রায় ২ কি.মি. নদী পথে নৌকা বাইচের প্রতিযোগিতা শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরোও প্রতিযোগিতা দেখতে নদীর দুধারে নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। এবারের প্রতিযোগিতায় ৪টি দলতে টপকে প্রথম স্থান অধিকার করেছেন হবা হালদারের দল। ২য় স্থানে ছিলেন কৃষ্ণ হালদারের দল এবং ৩য় স্থান অধিকার করেছেন বদো হালদার। পরে সন্ধ্যায় পারকৃষ্ণপুরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার বিতরণ। আয়ুব আলী রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল্লাহ, খায়রুল বাসার প্রমুখ।