মাঠে নামছেন সাকিব

স্টাফ রিপোর্টার: আঙুলের চোট থেকে প্রায় সেরে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড শেষ হয়ে গেলেও নামা হয়নি কলাবাগান ক্রীড়াচক্রের এ তারকার। অবশেষ মাঠে নামার কথা জানালেন সাকিব। চার ম্যাচ শেষে কলবাগানের অবস্থা হতাশাজনক। মাত্র একটিতে জয়, হেরেছে তিন ম্যাচে। পয়েন্ট তালিকায় ১২ দলের মধ্যে তাদের অবস্থান নয়ে। নিউজিল্যান্ড সিরিজের আগে এখনও দুটি ম্যাচ হাতে রয়েছে তাদের। পরের ম্যাচে তারা খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে মাঠে নামবে ৩০ সেপ্টেম্বর। তিনদিন পর ব্রাদার্স ইউনিয়নের সাথে।

চোটের অবস্থান কেমন জানতে চাইলে সাকিব বলেন, কিছুটা ব্যথা আছে। আঙুলেও কিছুটা শক্তি কম পাচ্ছি। তবে সমস্যা হবে না। সুরক্ষাব্যবস্থা নিয়েই ম্যাচগুলো খেলবো। চেষ্টা করবো দলকে এগিয়ে নেয়ার। আর এবারের মরসুমে দলগুলো অনেক শক্তিশালী। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। সেখানে যেন জাতীয় দলের হয়ে অংশ নিতে পারি সেরকম সাবধানতা নিয়েই লিগে খেলবো। লিগে দারুণ পারফরমেন্স করা তারকারা কিউইদের বিপক্ষে সুযোগ পাবে আশাবাদী এ অলরাউন্ডার, লিগে ভালো পারফর্ম করা খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পাবে আশাবাদী। আর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশিই হবে। তবে সেরাটা খেলতে পারলে ভালো কিছুর সম্ভাবনা দেখছি আমি।