ভ্যান উইকের শতকে দক্ষিণ আফ্রিকার সান্ত্বনার জয়

মাথাভাঙ্গা মনিটর: মর্নে ভ্যান উইকের অপরাজিত শতকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৬৯ রানের এই জয়ে পাঁচ উইকেট নেয়া ডেভিড ওয়াইসের অবদানও কম নয়। গত বুধবার হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ডারবানে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৫ রান করে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকসের সাথে ১১১ রানের জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ভ্যান উইক। হেনড্রিকসের বিদায়ে ভাঙে ১২.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ওয়াইসের (২১) সাথে ৪৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন ভ্যান উইক।
এরপর ওয়াইস ও রিলি রুশো দ্রুত ফিরে গেলেও দলকে ২শ রানের কাছাকাছি নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা ভ্যান উইক। এটি তার প্রথম টি-টোয়েন্টি শতক। আগের ৫ ম্যাচের চার ইনিংসে সব মিলিয়ে ৮৯ রান করেছিলেন তিনি। ভ্যান উইকের ৭০ বলের ইনিংসটি ৭টি ছক্কা ও ৯টি চার সমৃদ্ধ। জবাবে ১৯ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে এই ম্যাচে খেলেননি আগের দুই ম্যাচে দলকে জয় এনে দেয়া ক্রিস গেইল। তার জায়গায় খেলতে নেমে মাত্র ৩১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন লেন্ডল সিমন্স। সিমন্সের আক্রমণাত্মক ব্যাটিঙে উড়ন্ত সূচনা পেলেও তার সুবিধা কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল ডোয়াইন ব্র্যাভো ও আন্দ্রে রাসেল। দুই জনই ১২ রান করে করেন। দক্ষিণ আফ্রিকার ওয়াইস ৫ উইকেট নেন ২৩ রানে। এছাড়া মার্চেন্ট ডি ল্যাঙ্গ ও ওয়েইন পার্নেল দুটি করে উইকেট নেন।