ভিভ রিচার্ডসের রেকর্ডে ভাগ বসালেন মিসবাহ

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট বিশ্ব এতোদিন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হককে ধীরগতির ব্যাটসম্যান হিসেবেই জানতে। কে জানতে এর মধ্যেই লুকিয়ে ছিল ঘুমন্ত আগ্নেয়গিরির লাভা। সেই লাভায় পুড়ে ছাঁই ক্রিকেট অস্ট্রেলিয়া। আবুধাবি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসবাহ যে ব্যাটিং করলেন তা এক কথায় অনন্য সাধারণ। এ দিন টেস্ট ক্রিকেটের ২৯ বছরের আগের রেকর্ড স্পর্শ করলেন মিসবাহ। সাথে ভাঙলেন বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডও। ১৯৮৫ সালে সেন্ট জনসে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৬ বলে শতরান করেছিলেন ভিভ রিচার্ডস। গতকাল রোববার আবুধাবি টেস্টের চতুর্থ দিনে মিচেল স্টার্কের পর দু বলে দুটো বাউন্ডারি মেরে মিসবাহ সেই ৫৬ বলেই শতরান করে ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড ছুঁলেন। শতরান পূর্ণ করতে ১১টি চার ও ৫টি ছক্কা হাঁকান মিসবাহ। টেস্ট ক্রিকেটে ২৯ বছরে অনেক রেকর্ড ভাঙা গড়া হয়েছে, কিন্তু এ রেকর্ডটাকে কেউ ছুঁতে বা টপকাতে পারেননি। অ্যাডাম গিলক্রস্ট ৫৭ বলে শতরান করে রেকর্ডের খুব কাছে এসেছিলেন। এদিন আরো বেশ কয়েকটি বিশ্বরেকর্ড করেন মিসবাহ। টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড নিজের করেন নেন তিনি। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন মিসবাহ। আগে ২৪ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড ছিলো দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। এমনকি সবচেয়ে দ্রুততম সময়ে হাফসেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিলেন পাক অধিনায়ক। ক্রিজে নামার মাত্র ২৪ মিনিটের মধ্যেই হাফসেঞ্চুরি করেন মিসবাহ। ক্রিজে নামার মাত্র ২৭ মিনিটের মধ্যেই টেস্টে হাফ সেঞ্চুরি করে এতোদিন রেকর্ডটা ছিলো বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের। মিসবাহ ম্যাজিকে সেই রেকর্ডও ভেঙে চুরমার।