ভিদাল বিক্রির জন্য নয়

মাথাভাঙ্গা মনিটর: অ্যান্তোনিও কন্তের পদত্যাগে কি টনক নড়েছে জুভেন্টাস কর্মকর্তাদের?নাকিএটা নতুন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির নির্দেশনা। নতুন মরসুমে দলেরচিলিয়ান ফুটবলার আর্তুরো ভিদালকে কোনোভাবেই ছাড়ছে না ইতালীয় সিরি ‘আ’ বিজয়ীএ ক্লাব। স্পষ্টভাবেই জানিয়ে দেয়া হয়েছে, ভিদালের যেখানেই প্রস্তাব থাক,যতো বড়ই প্রস্তাব থাক,আপাতত তিনি বিক্রির জন্য নন।প্রধান নির্বাহীগিউসেপ্পে মারোত্তার মাধ্যমেই এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় তুরিনেরএ ক্লাব। সংবাদ সম্মেলন আয়োজন করে মারোত্তা জানিয়েছেন, ‘ভিদাল যেহেতুদলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়,তাই তাকে ছেড়ে দেয়া বা বিক্রি করারপ্রশ্নই আসে না।বিশ্বকাপে চিলির হয়ে তারুণ খেলা এ ভিদালকে নিয়েকানাঘুষা একটা ছিলোই। কানাঘুষা বলাটা হয়তো ঠিক হলো না। মোটামুটি নির্ভরযোগ্যসংবাদই ছিলো,নতুন মরসুমে তিনি জুভেন্টাস ছাড়ছেন এবং যোগ দিচ্ছেনম্যানচেস্টার ইউনাইটেডে।ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ভিদালকে দলেনেয়ার চেষ্টা করার বিষয়টি কখনোই স্বীকার করেনি। তবে এটা ঠিক ইউনাইটেডেরনতুন কোচ লুই ফন গাল সবসময়ই ভিদালের প্রতি দুর্বল। তিনি হয়তো চুক্তি সইয়েরসময়ই ভিদালকে দলে নেয়ার চেষ্টা করতে ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন।ভিদাল অনেক আগে থেকেই ফন গালের খুব প্রিয় খেলোয়াড়। এর আগে একবার বায়ার্নমিউনিখের কোচ থাকা অবস্থায় ভিদালকে সই করাতে চেয়েছিলেন এ ডাচ কোচ।