ভিটরি গুটিয়ে দিলেন পাকিস্তানকে

মাথাভাঙ্গা মনিটর: ক্যারিয়ারের তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে বিরতি দেড় বছরেরও একটুখানি বেশি। গত বছর জানুয়ারিতে নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আবারও বর্ণহীন জার্সিতে হারারের মাঠে নামলেন জিম্বাবুয়ে পেসার ব্রায়ান ভিটরি। আর এ বাঁহাতি বোলারের তোপে পড়ে পাকিস্তানের সাজানো প্রথম ইনিংস একেবারেই ভেঙে পড়লো। স্বাগতিকদের ২৯৪ রানের জবাবে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ২৩০ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। আর প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দলকে ৬৪ রানে এগিয়ে রাখলেন ভিটরি।
জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৯৪/১০, পাকিস্তান: প্রথম ইনিংস- ২৩০/১০

তিন উইকেটে ১৬৩ রানে দলকে স্বস্ত্বিতে রেখে দ্বিতীয় দিন শেষ করেছিলেন ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ উল হক। গতকাল বৃহস্পতিবার মাঠে এসে এই জুটি আর মাত্র ১৯ রান যোগ করতে সমর্থ হয়। ব্যক্তিগত ৩৩ রানে ভিটরির দ্বিতীয় শিকার হন মিসবাহ। পাকিস্তান অধিনায়কের সাথে ৮৬ রানের জুটির পর আসাদ শফিককে আরেকবার ব্যাটিং উইকেটে অবস্থান পাকা করার পথে ছিলেন ইউনুস। কিন্তু শফিককে বোল্ড করে ২৯ রানে এ জুটি ভাঙেন তেন্দাই চাতারা। এরপর ভিটরি ও তিনাশে পানিয়াঙ্গারার বোলিঙে দ্বিতীয় সেশনের খানিকটা সময়ের মধ্যে গুটিয়ে যায় পাকিস্তান। ইউনুস ইনিংস সেরা ৭৭ রানে পানিয়াঙ্গারার শিকার হন। ভিটরি ৬১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তিনটি দখল করেন পানিয়াঙ্গারা।