ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: একসময় বিশ্ব হকি শাসন করত ভারত ও পাকিস্তান। আসন্ন এশিয়া কাপে সেই দু’দলের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। আট জাতির এ টুর্নামেন্টের এ-গ্রুপে খেলবে স্বাগতিক বাংলাদেশ। ভারত, পাকিস্তান ছাড়াও আরেক শক্তিশালী দল জাপানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। ১১ থেকে ২২ অক্টোবর আট দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। ৩২ বছর পর ঢাকায় বসছে এমন বড় আসর। ভালো করার প্রত্যয় নিয়েই বৃহস্পতিবার চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছে জাতীয় হকি দল। সেখানে তারা বিভিন্ন রাজ্য দলের সঙ্গে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তার আগেই জানা গেল এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজরা। ১১ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে বি-গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন এবং ওমান। ১৯৮৫ সালে শেষবার বাংলাদেশ আয়োজক হয়েছিল এ টুর্নামেন্টের। এরপর দিল্লি, হিরোশিমা, কুয়ালালামপুর, চেন্নাই, কুয়ানতান ও ইপোতে হয়েছে এশিয়া কাপ হকি। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।